ঢাকার বাতাসের মানে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে নামায় শহরটি বায়ুদূষণের তালিকায় পিছিয়ে এখন ৪৭তম অবস্থানে রয়েছে। অথচ মাত্র একদিন আগেই, শুক্রবার, ঢাকার অবস্থান ছিল ১১ নম্বরে। শনিবার সকালে বায়ুদূষণ ও বাতাসের মান নিরূপণে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, সকাল ১০টা ১৩ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি স্কোর ছিল ৫৬। যদিও এটি বিশুদ্ধ বাতাস নয়, তবে সহনীয় মাত্রায় রয়েছে। গতকাল শুক্রবার একই সময় এই স্কোর ছিল ১০২, যা তুলনামূলকভাবে অনেক খারাপ ছিল। অন্যদিকে, আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার বায়ুমান সূচক ১৮১—যা জনস্বাস্থ্যের জন্য স্পষ্টতই ক্ষতিকর। শীর্ষ পাঁচ দূষিত শহরের তালিকায় আরও রয়েছে উগান্ডার কামপালা (১৬৬), ইন্দোনেশিয়ার মেদান (১৫৯), পাকিস্তানের লাহোর (১৫৮) এবং ইন্দোনেশিয়ার বাটাম (১৪৫)।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিতভাবে একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা বায়ুমান সূচকের মাধ্যমে বিশ্বজুড়ে বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ঢাকার দূষণের প্রধান উৎস হলো বাতাসে অতিক্ষুদ্র কণার উচ্চমাত্রায় উপস্থিতি। এই ধরনের দূষণ শ্বাসতন্ত্রের সমস্যা, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি বাড়ায়। বিশ্বব্যাপী মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে হলে সেটিকে বিশুদ্ধ বলা হয়। সূচক ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয়, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সতর্কতামূলক বা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ক্ষতিকর, ১৫১ থেকে ২০০ হলে তা সকলের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সূচক ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০ ছাড়িয়ে গেলে সেই বাতাসকে বিপজ্জনক বলে বিবেচনা করা হয়।