অ্যাঞ্জেলিনা জোলি হলিউডের এক প্রতীকী অভিনেত্রী, যিনি সম্প্রতি ৫০ বছর বয়স পার করেছেন। তবে সত্যিই কি তার বয়স সেই পরিসরে মনে হয়? তার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যে ভাবে নিজের শারীরিক সৌন্দর্য ও ফিগার ধরে রেখেছেন, তা দেখে মনে হয় বয়স যেন থেমে গেছে। রেড কার্পেটে হাঁটার সময় এখনো ক্যামেরার ফ্ল্যাশ তার দিকে মুখ করে, আর ভক্তরা উচ্ছ্বাসিত হয়ে তার নাম ধ্বনিত করে। অ্যাঞ্জেলিনা এই জনপ্রিয়তা ও সম্মান পুরোপুরি অর্জন করেছেন। শুধু তার সৌন্দর্যই নয়, তিনি হলিউডের অন্যতম প্রতিভাবান ও সফল অভিনেত্রী, যিনি তাঁর অসাধারণ অভিনয় দক্ষতায় থিয়েটার ও বক্সঅফিসে সাফল্যের শিখরে রয়েছেন। তবে একজন সেলিব্রিটি হওয়ার অর্থ হলো ভক্ত এবং গণমাধ্যম থেকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হওয়া। অনেকেই বারংবার তার মুখের সৌন্দর্যের রহস্য জানতে চান, কারণ এ বয়সে এমন তরতাজা দেখতে কারো ধারণা হয় না। বেশিরভাগের ধারণা, তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। কিন্তু অ্যাঞ্জেলিনা বারবার এসব গুজব অস্বীকার করেছেন।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ইনস্টাগ্রাম ভিডিওতে চিকিৎসক ড. জনি বেটেরিজ দাবি করেছেন যে, তিনি অ্যাঞ্জেলিনা জোলির মুখে সম্ভাব্য কয়েকটি সার্জারি করেছেন। ডাক্তারের মতে, জোলি ব্লেফারোপ্লাস্টি, বোটক্স এবং রাইনোপ্লাস্টি করিয়েছেন। তার পাশাপাশি, তিনি চোখের পাতার অস্ত্রোপচার, গালের ফিলার, ঠোঁটের বর্ধন, চিবুক ইমপ্লান্ট এবং মুখ ও ঘাড়ের সার্জারিও করেছেন বলেও মনে করেন। তবে ড. জনি বেটেরিজ জানান, এই সার্জারিগুলো এত সূক্ষ্মভাবে করা হয়েছে যে, তা খুব প্রাকৃতিক দেখায় এবং মুখের আকৃতিতে বড় ধরনের পরিবর্তন ফেলে না। তিনি জোলির পুরনো ও নতুন চেহারার তুলনা করে এ বিশ্লেষণ করেছেন। কিন্তু অ্যাঞ্জেলিনা কখনোই এসব সার্জারির কথা স্বীকার করেননি। তিনি সবসময় বলেছেন, মুখে কোনো অস্ত্রোপচার করেননি।
ডেইলি মেইলের সঙ্গে এক সাক্ষাৎকারে জোলি জানিয়েছেন, “আমি কখনো কিছু করিনি, আর মনে হয় করবও না। আমার কোনো পরিকল্পনাই নেই।” ব্রিটিশ ম্যাগাজিন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি বয়স বাড়তে ভালোবাসি। ছোটবেলায় ভাবতাম কেন যেন বয়স তাড়াতাড়ি বাড়ছে না। আমি ভাবতাম চল্লিশ বছরে এসে হয়তো অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। আর যখন চল্লিশ পার করেছি, তখন অপেক্ষায় ছিলাম কখন পঞ্চাশ হবে। কেন এমন ভাবি জানি না। হয়তো কারণ আমার মা বেশি দিন বেঁচে ছিলেন না, তাই বয়স নিয়ে আমার দৃষ্টিভঙ্গি একটু আলাদা—এটি আমার কাছে দুঃখের বদলে জয়। পঞ্চাশ বছরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” অ্যাঞ্জেলিনা এখন ৫০ বছর বয়সী, এবং আগের চেয়ে আরো বেশি ঝলমলে ও সুন্দর দেখাচ্ছেন। হয়তো এ কারণেই তিনি এতদিন বয়স বাড়ার অপেক্ষায় ছিলেন—জানতে চেয়েছেন পঞ্চাশে কেমন দেখাবেন। এমন প্রশ্নও করা হয়েছিল, কিন্তু জোলি সে প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেননি, কেবল মুচকি হেসেছেন। বর্তমানে তিনি ‘সল্ট-২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন, যা ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘সল্ট’ ছবির সিক্যুয়াল। এই সিনেমায় তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। প্রথমে এই ছবির চিত্রনাট্য কেবল টম ক্রুজের জন্য লেখা হলেও, পরে জোলির নাম ভূমিকায় অভিনয় করার কারণে পুরো চিত্রনাট্য নতুন করে গঠন করা হয়েছে। ‘সল্ট’ ছবির কেন্দ্রে একজন কেজিবি স্লিপার এজেন্টের গল্প উঠে এসেছে।