রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রকৃত আগ্রহ প্রকাশ করছেন। শুক্রবার (২৭ জুন) বেলারুশের রাজধানী মিনস্কে সফরকালে দেওয়া এক বক্তব্যে পুতিন জানান, রাশিয়া ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে ব্যয় হ্রাসের চিন্তা করছে, যেখানে পশ্চিমা দেশগুলো উল্টো সামরিক বাজেট বাড়ানোর পথে হাঁটছে। পুতিন বলেন, ন্যাটোর বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত একটি উসকানিমূলক পদক্ষেপ এবং কথিত রাশিয়ান আগ্রাসনের ভিত্তিতে নেওয়া হয়েছে, যা বাস্তবে নেই। তিনি জানান, রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত এবং এর আগে হওয়া দুটি সমঝোতা স্মারকলিপি পুনরায় বিবেচনার প্রস্তাবও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কিয়েভের সঙ্গে মতবিরোধ কমিয়ে আনার লক্ষ্যে মস্কো কাজ করে যাচ্ছে। ট্রাম্পকে ‘অত্যন্ত আন্তরিক’ ব্যক্তি হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সত্যিকার প্রচেষ্টা রয়েছে। এছাড়া পুতিন জানান, রাশিয়া আরও তিন হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তরে প্রস্তুত এবং সাম্প্রতিক বন্দি বিনিময়ের পর কিয়েভের সঙ্গে মস্কোর সংলাপ এখনো চালু রয়েছে। এই সময়, আন্তর্জাতিক অঙ্গনে ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের দাবি জোরদার হচ্ছে, আর ডোনাল্ড ট্রাম্প প্রস্তুতি নিচ্ছেন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার।