মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়দাতাদের দায়ী করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ঘরে ঢুকে ধর্ষণের ঘটনায় স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয়দাতাদের দায়ী করেছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, মুরাদনগরে যারা আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের পুনর্বাসন ও ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের ওপর চাঁদাবাজি, নির্যাতন ও ধর্ষণের সুযোগ করে দেওয়া হয়েছে। আজকের ভয়াবহ পরিস্থিতির জন্য তারাই দায়ী।
তিনি আরও লিখেন, এর আগেও এক চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করার পর তাকে থানায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সেই হামলায় অংশ নেয় এক প্রভাবশালী মাফিয়া চক্র। আসিফ মাহমুদ লেখেন, "আজ আমি লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার মানুষ মুখোমুখি হলে বলে—দেশ গণ-অভ্যুত্থানের মাধ্যমে মুক্ত হয়েছে, কিন্তু মুরাদনগর যেন আরও বড় মাফিয়াদের কবলে পড়ে গেছে।" তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে সক্রিয় থাকলেও, মূল মাফিয়া চক্রকে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।