ইসরায়েলের সঙ্গে ১২ দিনব্যাপী চলমান যুদ্ধে ইরানের ৩০ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির শিক্ষামন্ত্রী আলরেজা কাজেমি। খবর দিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের। সংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানান, হামলার সময় শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। এ লক্ষ্যে ১৪টি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় বিমান ও ড্রোন হামলা শুরু করে, যা টানা ১২ দিন ধরে চলে। ২২ জুন যুক্তরাষ্ট্রও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের নাতাঞ্জ, ফোরদো এবং ইস্ফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।
এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট 'অপারেশন ট্রু প্রমিজ থ্রি'-এর অংশ হিসেবে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২২ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় প্রায় ৪৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে ইসরাইলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মাধ্যমে এই ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে।