নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে জাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মুহতাসিম ফুয়াদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিরাপত্তা কর্মকর্তার ওপর হামলার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের সামনে এক বহিরাগত ব্যক্তিকে মারধরের সময় বাধা দিতে গেলে ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা-২) মো. জেফরুল হাসান চৌধুরীকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ রয়েছে মুহতাসিম ফুয়াদের বিরুদ্ধে। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(ঘ) ধারার লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে।
ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে অধ্যাদেশের ৪(১)(খ) ধারা অনুসারে মুহতাসিম ফুয়াদকে সাময়িক বহিষ্কার এবং একইসঙ্গে ৪(১)(ক) ধারা অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহানকে। কমিটির অন্য সদস্যরা হলেন—প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রক্টর অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. সোহেল রানা।