ভারতে আবারও নিষিদ্ধ পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। পেহেলগাম ঘটনার পর থেকে পাকিস্তানি অভিনেতা ও ক্রিকেটারদের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ভারতে আর দেখা যাচ্ছে না। ভারত সরকার জানায়, নিরাপত্তাজনিত হুমকি বিবেচনায় এই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) পর্যন্ত কিছু তারকার অ্যাকাউন্ট পুনরায় দেখা গেলেও বৃহস্পতিবার সকাল থেকে সেগুলো ফের ব্লক করে দেওয়া হয়। পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি, অভিনেত্রী মাওরা হোকানে, ইয়ুমনা জাইদি, হানিয়া আমির এবং অভিনেতা ফাওয়াদ খানের ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে দেখা যাচ্ছে না। এ নিয়ে একাধিক ভারতীয় সামাজিক মাধ্যমে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ করার দাবি জানিয়ে ‘#BanPakContent’ ট্রেন্ড শুরু করেন। বৃহস্পতিবার সকাল থেকে এসব অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে দেখা যায়, “এই অ্যাকাউন্টটি ভারতে পাওয়া যাচ্ছে না। এটি একটি আইনি অনুরোধের ভিত্তিতে সীমিত করা হয়েছে।”
এর আগে মে মাসে ভারত সরকার এক নির্দেশনায় ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং সার্ভিস ও ডিজিটাল ইন্টারমিডিয়ারিদের পাকিস্তানে তৈরি সবধরনের কনটেন্ট — যেমন ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্ট — বন্ধ করার নির্দেশ দেয়। এর কিছুদিন পর নিষিদ্ধ হওয়া ইউটিউব চ্যানেল ও বিনোদনমাধ্যমগুলোর মধ্যে হুম টিভি, এআরওয়াই ডিজিটাল, হার পাল জিও, শহীদ আফ্রিদি ও শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ভারতে পুনরায় চালু হয়। তবে বুধবার যখন পাকিস্তানি কিছু তারকার অ্যাকাউন্ট ভারতে আবারও অ্যাক্সেসযোগ্য হয়ে ওঠে, তখন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়ে এসব অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি তোলে। তারা পাকিস্তানি নাগরিক, শিল্পী, ইনফ্লুয়েন্সার এবং মিডিয়া সংস্থার সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করার আহ্বান জানায়। এই দাবি উত্থাপনের পরপরই বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট তারকাদের অ্যাকাউন্টগুলো পুনরায় ব্লক করে দেয় ভারত সরকার।