ক্লাব বিশ্বকাপ নিয়ে ফের কড়া অবস্থানে তেবাস, ফিফাকে আক্রমণ লা লিগা সভাপতির।ক্লাব বিশ্বকাপ নিয়ে আবারও ক্ষোভ উগড়ে দিয়েছেন লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস। স্প্যানিশ লিগের আগামী মৌসুমের ফিক্সচার ঘোষণার আয়োজনে তেবাস সরাসরি বলেন, এই টুর্নামেন্ট ফুটবল ক্যালেন্ডারের জন্য 'বিপজ্জনক' এবং তিনি এটি বন্ধে 'যা করা সম্ভব' তা করবেন। তেবাসের আপত্তির মূল দুটি কারণ- প্রথমত, অতিরিক্ত ম্যাচের চাপ। তার মতে, যদি কোনো স্প্যানিশ ক্লাব, যেমন রিয়াল মাদ্রিদ, ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়, তাহলে তাদের মৌসুমজুড়ে ৬৯টি ম্যাচ খেলতে হবে, যা খেলোয়াড়দের জন্য অবিশ্বাস্য চাপের। ছুটির সময়ও কমে যাবে কয়েক সপ্তাহে। দ্বিতীয়ত, এই টুর্নামেন্ট চালুর আগে ঘরোয়া ও আন্তর্জাতিক লিগগুলোর সঙ্গে আলোচনা না করায় ফিফার প্রতি অসন্তোষ প্রকাশ করেন তিনি।
তিনি বিপুল অর্থমূল্যের প্রাইজমানি নিয়েও প্রশ্ন তোলেন। তেবাস বলেন, ‘এই অযৌক্তিক পরিমাণ অর্থ প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করছে।’ তিনি আরও যোগ করেন, ‘এই টুর্নামেন্ট যাতে বাস্তবে না আসে, সে জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।’ রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোর 'দ্বিমুখী আচরণ' নিয়েও কটাক্ষ করেন তেবাস। তিনি বলেন, ‘একদিকে তারা বিশ্রামের জন্য আরও সময় দাবি করে, অন্যদিকে ১৪০ মিলিয়ন ইউরো আয় করে নেয়-যা ছোট ক্লাব আলাভেসের পুরো বাজেটের দ্বিগুণ!’ তবে এই সমালোচনার জবাবে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ক্লাব বিশ্বকাপকে ‘অসাধারণ’ উল্লেখ করে ফিফাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্বের সেরা দলগুলো এক মঞ্চে আসে। এটি বহুদিনের প্রত্যাশা পূরণ করেছে।’
২০১৩ সাল থেকে লা লিগার সভাপতির দায়িত্বে থাকা তেবাস এর আগেও একাধিকবার ক্লাব বিশ্বকাপের বিরোধিতা করেছেন। তবে বড় ক্লাবগুলোর সমর্থন পেয়ে ফিফা এখনো টুর্নামেন্ট চালিয়ে নেওয়ার ব্যাপারে অনড়। এখন প্রশ্ন হলো, তেবাসের প্রতিবাদ আদৌ কোনো বাস্তব পরিবর্তন আনতে পারবে কি না-তা সময়ই বলে দেবে।