উঁচু নিচু মাঠ। বৃষ্টি এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। খেলার অনুপযোগী মাঠের কারণে আয়োজন করা যায়না দিকে ধুনট থানা গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট,খেলার মাঠ সংস্কারের দাবি খেলার মাঠের করুন দশা লাঘবের দাবি করেছে শিক্ষার্থীসহ ক্রীড়ামোদী জনসাধারণ।
অবহেলা অযত্নে মাঠ হয়েছে নষ্ট, একটুখানি খেলতে গেলে পোহাতে হয় কষ্ট, উঁচু নিচু মাঠের মাটি বড় বড় ঘাস, বৃষ্টি হলে জমে পানি করবো কি মাছ চাষ..?,’ এমন অসংখ্য শ্লোগান সম্বলিত আমরা আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে মাঠ সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যদি এই সময়ের মধ্যে কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আগামী সপ্তাহে বর্তমান ও সাবেক ছাত্ররা সকলে মিলে স্কুলের গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে।
এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ ওই অংশ গ্রহণ করবেন। এরআগে শিক্ষার্থীদের উদ্যোগে মাঠ সংস্কারের দাবি সম্বলিত ব্যানার হাতে বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের হয়ে গোসাইবাড়ি থেকে ধুনট শিক্ষা অফিস চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত করবে। গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহ সকল শিক্ষার্থীদের একাত্মতা প্রকাশ করে মাঠটির দ্রুত সংস্কার দাবি জানান।গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আগের বরাদ্দের । পরবর্তীতে আরো কিছু বরাদ্ধ পেলে মাঠটি সম্পূর্ণ সংস্কার করা সম্ভব হবে।
স্টাফ রিপোর্টার বগুড়া