প্রথম ওয়ানডেতে জয়ের দোরগোড়ায় গিয়েও হঠাৎ করেই ধস নামায় পরাজয়ের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় দলটি। শেষদিকে জাকের আলী অনিকের লড়াকু ফিফটি সত্ত্বেও শেষ রক্ষা হয়নি—শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরেছে টাইগাররা। তবে তিন ম্যাচের সিরিজে এখনও ফিরতে পারার আশা দেখছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর বিশ্বাস, ভুল শুধরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরা সম্ভব। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, “আমি মনে করি না, আমি প্রথম ওয়ানডেতে ভালো খেলেছি (৬২ রান)। যদি দলের প্রয়োজন মেটাতে পারতাম, তখন বলা যেত ভালো খেলেছি।”
তানজিদ আরও বলেন, “আমাদের এখনও কামব্যাক করার সুযোগ রয়েছে। সিরিজে তো মাত্র একটিই ম্যাচ হয়েছে। পরের ম্যাচ জিতলে আমরা সমতায় ফিরতে পারব।” প্রথম ম্যাচে ২৯ রানে পারভেজ হোসেন ইমনের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৭১ রানের জুটি গড়েন তানজিদ। শান্ত রানআউট হলে ভেঙে যায় সেই জুটি এবং পরের ব্যাটাররা দ্রুত ফিরে যান সাজঘরে। ইনিংসে তানজিদ ছাড়া আর কেবল জাকের আলীই পঞ্চাশ পেরোতে পেরেছেন। উইকেটের ব্যাখ্যায় তানজিদ বলেন, “এই ধরনের উইকেটে যারা সেট হবে, তাদের লম্বা ইনিংস খেলতে হবে। আমি আর শান্ত ভাই যদি আরও ৫-১০ ওভার টিকে থাকতে পারতাম, তাহলে পরের ব্যাটারদের জন্য কাজটা সহজ হতো।” মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারানোর ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ হিসেবে উল্লেখ করেন তানজিদ। তিনি বলেন, “আমরা সত্যিই দুর্ভাগা ছিলাম। সাধারণত এ রকম কিছু ম্যাচে দেখা যায় না। আশা করি, সামনের ম্যাচগুলোতে এমন কিছু আর ঘটবে না।”