নয়জনের দলে পরিণত হয়েও আত্মবিশ্বাসে ঘাটতি ছিল না পিএসজির। বরং তারা দাপট দেখিয়ে জার্মান শক্তিধর বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছে। ফলে নিশ্চিত করেছে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল। একই রাতে রিয়াল মাদ্রিদও জয় পেয়েছে আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। দুই ইউরোপীয় জায়ান্ট পিএসজি ও রিয়াল মুখোমুখি হবে ফাইনালের টিকিটের জন্য। শনিবার রাতের ম্যাচে মার্কিন মুলুকে—আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে—বায়ার্নকে ২-০ গোলে হারায় লুইস এনরিকের পিএসজি। ম্যাচের বড় একটা সময় ছিল গোলশূন্য। প্রথমার্ধের শেষদিকে চোটে পড়ে মাঠ ছাড়েন বায়ার্ন ফরোয়ার্ড জামাল মুসিয়ালা।
৭৮ মিনিটে ডিজেরি দুয়ে গোল করে পিএসজিকে এগিয়ে নেন। এরপর মাত্র চার মিনিটের ব্যবধানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি ডিফেন্ডার উইলিয়ান জোয়েল পাচো। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯২ মিনিটে) আরেক লাল কার্ড পান থিও হার্নান্দেজ। নয়জন নিয়ে খেলেও ম্যাচে পিছিয়ে পড়েনি পিএসজি। বরং যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে উসমান ডেম্বেলে আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন। অন্যদিকে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পায় রিয়াল মাদ্রিদ। নির্ধারিত ৯০ মিনিট শেষে গনসালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল। তবে অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস নাটকে আরও তিনটি গোল, একটি পেনাল্টি, লাল কার্ড ও দুর্দান্ত সেভের দৃশ্য দেখা যায়। শেষ পর্যন্ত জয়ী হয় রিয়াল।
সেমিফাইনালে ওঠার পর এবার দুই ইউরোপীয় পরাশক্তি-পিএসজি ও রিয়াল মাদ্রিদ-হয়ে উঠেছে মুখোমুখি। ফাইনালের টিকিটের জন্য দুই দলের লড়াই হবে আগামী বুধবার রাতে।