চোখের জল একদিন থেমে যাবে, ঝরে যাবে ফুলের পাপড়িও। শোকের ব্যথাও হয়তো কালের পরিক্রমায় ম্লান হয়ে যাবে। সবাই যখন নিজ নিজ জীবনে ফের ব্যস্ত হয়ে পড়বে, তখন তিন সন্তানকে নিয়ে বাস্তবতার কঠিন লড়াইয়ে নামতে হবে দিয়োগো জোতার শোকাহত স্ত্রী রুতে কারদোসোকে। এই কঠিন সময় যেন তার জন্য আরও অসহনীয় না হয়ে ওঠে, তা নিশ্চিত করতেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। ক্লাবের সঙ্গে জোতার চুক্তির বাকি সময়ের সম্পূর্ণ অর্থ তার পরিবারের কাছে হস্তান্তর করবে ইংলিশ জায়ান্টরা।
গত বৃহস্পতিবার, ক্লাবের অনুশীলনে যোগ দিতে গাড়িতে লিভারপুলে ফেরার পথে স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভাইয়ের সঙ্গে প্রাণ হারান পর্তুগিজ তারকা দিয়োগো জোতা। শনিবার পর্তুগালের গোন্দোমার শহরে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন জাতীয় দল ও ক্লাবের সতীর্থসহ বহু শুভাকাঙ্ক্ষী। লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক জোতার নাম ও নম্বর লেখা ফুলের তোড়া হাতে তাকে শেষ শ্রদ্ধা জানান। জোতার প্রতি সম্মান জানিয়ে তার ২০ নম্বর জার্সি স্থায়ীভাবে তুলে রাখার সিদ্ধান্তও নিয়েছে লিভারপুল। তবে চুক্তির বাকি দুই বছরের মোট এক কোটি ৪৫ লাখ পাউন্ড পরিমাণ বেতন তার পরিবারকে দেওয়ার ঘোষণা, নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক মানবিক উদ্যোগ হিসেবে সবার প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য, ২০২৭ সালের জুন পর্যন্ত লিভারপুলের সঙ্গে জোতার চুক্তি ছিল। সাপ্তাহিক বেতন ছিল এক লাখ ৪০ হাজার পাউন্ড। সেই অনুযায়ী দুই বছরে যে অর্থ পাওয়ার কথা ছিল, তা-ই এখন পাবে তার পরিবার।