পবিত্র আশুরা উপলক্ষে আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে রাজবাড়ীতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলের সূচনা হয়। আঞ্জুমান-ই-কাদেরিয়ার সভাপতি নাছিম সফির নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক ধরে বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে আবার বড় মসজিদ খানকায় এসে শেষ হয়। এ সময় হাজার হাজার মানুষ খালি পায়ে মিছিলটি পালনে অংশ নেন। রাস্তার দু’পাশে মিছিল দেখার জন্য বিপুল সংখ্যক লোক জড়ো হয়। তাদের মধ্যে কেউ কেউ মিছিলে গোলাপজল ছিটিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়। পরে বড় মসজিদে কারবালার শোকাবহ বিষয় নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়।
মিছিলে অংশ নেওয়া ধর্মপ্রাণেরা জানান, ভালোলাগা থেকে তারা মিছিলটিতে যোগ দিয়েছেন। রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার সদস্য আব্দুল আজিজ কাদেরী বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরিয়া এই আশুরা অনুষ্ঠান পালন করে আসছে। আজকের তাজিয়া মিছিলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেছেন। মিছিলটি কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে শেষ হয়েছে।