বাংলাদেশ ফুটবলে আশার আলো জেলে হাজির হয়েছিলেন হামজা চৌধুরী ও শমিত সোম। তবে ঘরের মাঠে তাদের অভিষেক খুব একটা সুখকর হয়নি। আর তারই প্রতিফলন দেখা গেছে ফিফা র্যাঙ্কিংয়ে। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ এক ধাপ পিছিয়ে গেছে। সর্বশেষ ফিফা উইন্ডোয় বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে, উভয়ই ঢাকায়। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ মিনিটেই গোল করে নিজের আগমন জানান দেন হামজা চৌধুরী। ওই ম্যাচে বাংলাদেশ জয় পায় ২-০ গোলে। তবে দ্বিতীয় ম্যাচে, যেখানে প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর, সেখানে ২-১ ব্যবধানে হেরে যায় কাবরেরার দল। এই একটি পরাজয়ই বাংলাদেশের র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে।
আগের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৩তম। তবে সর্বশেষ হালনাগাদে এক ধাপ পিছিয়ে ১৮৪তম স্থানে নেমে গেছে তারা। এর আগে মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করায় ১৮৫ থেকে ১৮৩তে উঠেছিল দলটি। অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে সিঙ্গাপুরের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই ধাপ। তারা এখন অবস্থান করছে ১৫৯ নম্বরে, আগের ছিল ১৬১। দক্ষিণ এশিয়ার অন্যান্য দলগুলোর মধ্যেও অধিকাংশেরই অবনতি দেখা গেছে। শুধু শ্রীলঙ্কাই ব্যতিক্রম। তারা ব্রুনেই (১৮৫তম) ও চীনা তাইপেকে (১৬৬তম) হারিয়ে চার ধাপ এগিয়ে ১৯৬তম স্থানে উঠে এসেছে। বাকি দেশগুলোর মধ্যে ভারত ছয় ধাপ, পাকিস্তান তিন ধাপ, ভুটান চার ধাপ, নেপাল এক ধাপ এবং মালদ্বীপ সাত ধাপ পিছিয়েছে।
র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছে কোস্টারিকা। বিশ্বকাপ বাছাইপর্ব ও কনকাকাফ গোল্ড কাপে দারুণ পারফরম্যান্স করে ১৪ ধাপ এগিয়ে তারা পৌঁছেছে ৪০তম স্থানে। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে আগের মতোই আর্জেন্টিনা। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। ইউরোপিয়ান নেশন্স লিগ জেতা পর্তুগাল উঠে এসেছে ষষ্ঠ স্থানে।