জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে একটি ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানানোয় নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে, গত মঙ্গলবার (৮ জুলাই)। শুক্রবার এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে রাওয়ালপিন্ডি পুলিশ, যা প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি। পুলিশের এক মুখপাত্র জানান, মেয়েটির বাবা তাকে টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলতে বলেছিলেন। কিন্তু সে রাজি না হওয়ায় রাগে মেয়েকে গুলি করে হত্যা করেন তিনি। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীদের ধারণা অনুযায়ী, মেয়েকে ‘সম্মানের কারণে’ হত্যা করা হয়েছে। নিহত মেয়েটির বয়স ছিল ১৬ বছর। হত্যার পর পুলিশ ঘাতক বাবাকে গ্রেপ্তার করেছে।
রাওয়ালপিন্ডি পুলিশের দাবি, মেয়েটির পরিবার প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে উপস্থাপনের চেষ্টা করেছিল। উল্লেখযোগ্যভাবে, এর আগেও গত মাসে টিকটকের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি হত্যাকাণ্ড ঘটে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৭ বছর বয়সী জনপ্রিয় টিকটকার সানা ইউসুফকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেন এক যুবক। সানার টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ১০ লাখের বেশি ফলোয়ার ছিল। তিনি নিয়মিত প্রিয় ক্যাফে, ত্বকের যত্নের পণ্য এবং ঐতিহ্যবাহী পোশাক নিয়ে ভিডিও শেয়ার করতেন। বর্তমানে পাকিস্তানে টিকটক অত্যন্ত জনপ্রিয়। সহজলভ্যতা এবং এর মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ থাকায় নারীরাও এই অ্যাপের প্রতি দিন দিন আগ্রহী হয়ে উঠছেন।