খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের উদ্যোগে রাজধানীর সিএমজেএফ মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব ২০২৫’। শনিবার (১২ জুলাই) আয়োজিত এ উৎসবের মূল প্রতিপাদ্য ছিল-স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও দেশীয় ফলের প্রচার-প্রসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি তৌহিদুর রহমান মিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী দিদার বখশ, বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, মাইনুল হাসান সোহেল, মোরসালিন নোমানি, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম এবং সংগঠনের সাধারণ সম্পাদক নাসির আহমেদ রাসেল।
অনুষ্ঠানে আম, আনারস, আমড়া, কলা, লটকন, ড্রাগন ফল ও কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ফল পরিবেশন করা হয়। অতিথিরা বলেন, দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং স্থানীয় ফলচাষিদের উৎসাহ দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উৎসবে অংশগ্রহণকারীরা ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি দেশীয় কৃষিপণ্যের প্রতি ভালোবাসা ও সচেতনতা তৈরির এ প্রয়াসকে সাধুবাদ জানান।