মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ প্রকাশ করেছেন যে, ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শিগগিরই একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাবে। রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘গাজা নিয়ে আলোচনা চলছে এবং আশা করি আগামী সপ্তাহের মধ্যেই এর একটা সমাধান হবে।’ তিনি আগেই জানিয়েছিলেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে ইসরাইল রাজি হয়েছে। কাতার ও মিশর এই প্রস্তাব হামাসের কাছে তুলে ধরেছে। হামাসের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া এসেছে এবং তারা জানিয়েছে, যুদ্ধবিরতির বাস্তবায়ন ও জিম্মি বিনিময় নিয়ে আলোচনায় তারা প্রস্তুত।
যদিও ইসরাইল বলছে, হামাসের দেওয়া কিছু সংশোধনী গ্রহণযোগ্য নয়, তবুও তারা আলোচনার অংশ হিসেবে প্রতিনিধি দল পাঠিয়েছে দোহায়। দোহা বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ৬০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি, ১০ জন জীবিত ও ১৮ জন মৃত ইসরায়েলি জিম্মির মুক্তি এবং দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি। তবে যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেও ইসরাইল রাফায় সামরিক উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে এবং সেখানে ফিলিস্তিনিদের জন্য একটি ‘সংগ্রহ শিবির’ স্থাপন করার পরিকল্পনাও জানিয়েছে, যার লক্ষ্য তাদের অন্য দেশে নির্বাসনে পাঠানো।