কম্পিউটার জগতে ‘কাট, কপি ও পেস্ট’ ছাড়া কাজ চালানো আজ প্রায় অকল্পনীয়। এই সাধারণ অথচ বৈপ্লবিক ফিচারের পেছনে ছিলেন একজন অসাধারণ মানুষ—ল্যারি টেসলার। ১৯৪৫ সালের ২৪ এপ্রিল নিউইয়র্কে জন্ম নেওয়া টেসলার ষাটের দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালে তিনি কাজ শুরু করেন জেরক্সের পালো অল্টো রিসার্চ সেন্টারে (PARC)। সেখানে সহকর্মী টিম মটের সঙ্গে মিলে তৈরি করেন ‘জিপসি’ (Gypsy) নামের একটি টেক্সট এডিটর, যার মাধ্যমেই প্রথমবার ‘কাট, কপি ও পেস্ট’ ফিচার ব্যবহৃত হয়। এই উদ্ভাবন কম্পিউটার ব্যবহার অনেক সহজ করে তোলে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতায় আনে এক নতুন যুগ।
পরে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস তাকে নিজ দলে নিয়ে নেন। অ্যাপলে টেসলার ১৭ বছরের কর্মজীবনে তিনি ‘লিসা’ এবং প্রথম ‘ম্যাকিনটোশ’ কম্পিউটারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কারসরের ব্যবহার, গ্রাফিক্যাল ইন্টারফেসের বিস্তারসহ আরও অনেক ব্যবহারবান্ধব ফিচারের পেছনে ছিল তার উদ্ভাবনী চিন্তা। ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি ল্যারি টেসলার পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু আমাদের প্রতিদিনের কাজের প্রতিটি ক্লিকে আজও রয়ে গেছে তার উদ্ভাবনের ছাপ।