কমলনগরে এক সন্তানের জননী এক বিধবা নারী বিয়ের দাবিতে প্রেমিক আবুল কালামের বাড়িতে গিয়ে টানা দুইদিন ধরে অনশন করছেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, আবুল কালাম তাকে বিয়ের আশ্বাস দিয়ে চট্টগ্রামের ছোটপোল এলাকার একটি ভাড়া বাসায় রাখেন এবং দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিলেন। তবে বিয়ের জন্য চাপ দিলে আবুল কালাম হঠাৎ করে সব যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে জানান ওই নারী। পরবর্তীতে প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে তিনি রোববার সন্ধ্যার পর আবুল কালামের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
এ ঘটনা ঘটেছে রোববার, কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের উত্তর মার্টিন এলাকার শান্তিরহাট বাজারসংলগ্ন পিয়াজের গাড়িওয়ালাগো বাড়িতে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার বিকেলে। প্রেমিক আবুল কালাম সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কবির হোসেনের ছেলে। অভিযুক্তের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনও থানায় আসেনি। অভিযোগ পেলে ভুক্তভোগীকে যথাযথ আইনি সহায়তা প্রদান করা হবে।