তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। বাংলাদেশ সফরের আগে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজ নিয়ে পরিকল্পনা, প্রস্তুতি এবং সম্ভাবনা নিয়ে কথা বলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। লিটন দাসদের নেতৃত্বে থাকা বাংলাদেশ দলকে তিনি পূর্ণ শ্রদ্ধা ও গুরুত্ব দিয়ে দেখছেন। এই সফরে পাকিস্তান দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার সালমান মির্জা। ইনজুরির কারণে দলে নেই সহ-অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ। এছাড়া বাদ পড়েছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি। তবে অভিজ্ঞদের অনুপস্থিতি সত্ত্বেও দল শক্ত অবস্থানে রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অধিনায়ক সালমান। বাংলাদেশে নিজেদের প্রস্তুতির বিষয়ে সালমান বলেন, ‘আমরা বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছি না। ঘরের মাঠে তারা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তাই ম্যাচগুলোর অবস্থা বিবেচনায় রেখে করাচিতে অনুশীলন ক্যাম্প করেছি। আমরা সিরিজটি নিয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এবং ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই, এরপর ২২ ও ২৪ জুলাই হবে বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। তবে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি। পাকিস্তানের ঘোষিত দল নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাবর, রিজওয়ান ও শাহিনকে বাইরে রাখা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেকেই মনে করছেন, হয়তো পাকিস্তান দলে এই তিন তারকার সময় শেষ হয়ে এসেছে। তবে এই ধারণা প্রত্যাখ্যান করেছেন সালমান আলী আগা। তিনি বলেন, ‘আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা প্রয়োজন হলে দ্রুত কাউকে প্রতিস্থাপন করতে পারে। আমরা শক্তিশালী বেঞ্চ গড়তে কাজ করছি। ভবিষ্যতের কথা মাথায় রেখে ২৫ জনের একটি পুল তৈরি করেছি, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নজরে থাকবে। বাবর, রিজওয়ান এবং শাহিন এই তালিকারই অংশ এবং তারা এখনো আমাদের পরিকল্পনার মধ্যে আছেন।’