বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক বদিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাতেই রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে গণমাধ্যমকে জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান বরিশালে, সেখানেই সম্পন্ন হবে দাফন। অধ্যাপক বদিউর রহমানের মৃত্যুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গভীর শোক প্রকাশ করেছে। ১৯৭২ সাল থেকেই তিনি উদীচীর সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখেছেন।