লিগ পর্বে এখনো একটি ম্যাচ বাকি থাকলেও এর আগেই গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে রংপুর রাইডার্স। বুধবার সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রাইডার্স। ফলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের মঞ্চে ওঠার সুযোগ পেল দলটি। গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে রংপুর রাইডার্স ৫ উইকেট হারিয়ে তোলে ১৫৮ রান। জবাবে দুবাই ক্যাপিটালস ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত জয় পায় নুরুল হাসান সোহানের দল। ওই দিনের অপর ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সকে বিদায় করে ফাইনালে পৌঁছে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। তার আগে আজ রাতেই সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে মাঠে নামবে রংপুর। ফাইনাল নিশ্চিত হওয়ার পর অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘আজ আমাদের জন্য আনন্দের দিন। ফাইনালে ওঠা সব সময়ই বাড়তি অনুপ্রেরণা দেয়। রংপুর এমন একটি দল, যারা প্রতিটি বিভাগে ভারসাম্যপূর্ণ। ওপেনিং থেকে লোয়ার অর্ডার পর্যন্ত, এমনকি বোলিংয়েও আমাদের রয়েছে দারুণ বৈচিত্র্য।’
প্রভিডেন্স স্টেডিয়ামে সাকিব আল হাসানদের বিপক্ষে ১৫৯ রানের লক্ষ্য দেয় রংপুর রাইডার্স। জবাবে দুবাই থেমে যায় ১৫০ রানে। টানা তিন ম্যাচে ব্যর্থতার মধ্য দিয়ে যান সাকিব। প্রথম ম্যাচে সেন্ট্রালের বিপক্ষে ব্যাটে ৫৮ রান ও বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাটে আর তেমন কিছু করতে পারেননি। যদিও সর্বশেষ ম্যাচে একটি উইকেট পান তিনি। সাকিবের মতোই হতাশ করেছে তাঁর দল দুবাই ক্যাপিটালসও। শেষ মুহূর্তে এসে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। ১৮ জুলাই গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়, প্রভিডেন্স স্টেডিয়ামে।