আগামী ৫ আগস্ট (সোমবার) দেশের সকল তফসিলি ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনটিকে সরকার আনুষ্ঠানিক ছুটির দিন হিসেবে ঘোষণা করায় বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে। ১৭ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ ২ জুলাইয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে চিহ্নিত করে, এবং সে অনুযায়ী সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত ও তফসিলি ব্যাংকসমূহে ছুটি কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংকে সরকারি ছুটি থাকবে। ফলে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রস্তুতি নিতে এবং প্রয়োজনীয় আর্থিক কার্যক্রম আগেই সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের ৫ আগস্ট একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়েছে। এদিন দীর্ঘদিনের নিপীড়ন, স্বৈরতন্ত্র, লুটপাট ও ভোট কারচুপির অবসান ঘটিয়ে জনগণের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশত্যাগে বাধ্য হন। জনগণের বিজয়ে বাংলাদেশের গণতন্ত্রের নবদিগন্ত সূচিত হয়।