নাটোরের বড়াইগ্রামে আরাফাত সরদার নামের এক শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছে। বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আইটি সাপোর্ট ও আইওটি বেসিকস ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল আরাফাত। সে উপজেলার জলন্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বিদ্যালয় সূত্রে জানা যায়, আরাফাত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৫টি বিষয়ে পরীক্ষা দিয়ে কেবল রসায়নে অকৃতকার্য হয়। ২০২৫ সালের পরীক্ষায় সে শুধুমাত্র রসায়ন বিষয়েই পুনরায় পরীক্ষা দেয়। গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে সে আবারও ফেল করেছে। পরে অনলাইনে তার ট্রান্সক্রিপ্ট দেখার সময় দেখা যায়, রসায়ন ছাড়াও কৃষি বিষয়ে ফেল হয়েছে, অথচ তার প্রবেশপত্রে কৃষি বিষয় ছিল না।
আরাফাত সরদার বলেন, ‘আমি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শুধু রসায়নে ফেল করেছিলাম। ২০২৫ সালের পরীক্ষার প্রবেশপত্রেও শুধু রসায়ন বিষয় লেখা ছিল এবং আমি ওই বিষয়েই পরীক্ষা দিয়েছি। কিন্তু ফলাফলে আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে, যা আমার পরীক্ষার অংশ ছিল না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখে আমি হতবাক।’ বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ইয়াহিয়া বলেন, ‘বোর্ডের কারিগরি ভুলের কারণে এমন ঘটনা ঘটতে পারে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান জানান, ‘আমি বিষয়টি শুনেছি এবং খোঁজ নিচ্ছি। আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের কাছে জানাব।’