মার্কাস রাশফোর্ডের স্বপ্ন ছিল বার্সেলোনার জার্সি গায়ে চড়ানো। দীর্ঘদিন ধরে তিনি প্রকাশ করে আসছিলেন কাতালান ক্লাবটিতে খেলার ইচ্ছা। এবার সেই স্বপ্ন যেন বাস্তবের কাছাকাছি চলে এসেছে। ওল্ড ট্রাফোর্ডে ব্রাত্য হয়ে পড়া এই ইংলিশ ফরোয়ার্ডকে নিজেদের দলে নিতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা ইতোমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করে ধারে নেওয়ার প্রস্তাব দিয়েছে। সবকিছু পরিকল্পনা মতো এগোলে রাশফোর্ড শিগগিরই স্পেনে পাড়ি জমাবেন। আগের মৌসুমের শেষভাগে তাকে ধারে অ্যাস্টন ভিলায় খেলতে দেখা গেছে, এবার বার্সেলোনার হয়ে খেলতে মাঠে নামার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আনুষ্ঠানিকতা ছাড়া বাকি নেই আর কিছুই। বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছার কথা রাশফোর্ড বহু আগে জানিয়েছিলেন। যদিও শুরুতে বার্সার পরিকল্পনায় ছিলেন লিভারপুল তারকা লুইস দিয়াজ। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে দ্রুত। লুইস দিয়াজকে পাওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ায় রাশফোর্ডের দিকেই ঝুঁকেছে বার্সেলোনা।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম রাশফোর্ডকে নিয়ে কোনো ধরণের পরিকল্পনা রাখেননি বলেই সাফ জানিয়েছেন। এমনকি কোনো রাখঢাক না রেখেই গণমাধ্যমের সামনে বলেছেন, রাশফোর্ড তার স্কিমে নেই। কোচের এই বক্তব্যই যেন রাশফোর্ডের ক্লাব ছাড়ার সিদ্ধান্তকে পাকাপোক্ত করে তোলে। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকার দিকে নজর রয়েছে ইউরোপের বেশ কিছু ক্লাবের। এসি মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, টটেনহ্যাম ও মোনাকোর মতো ক্লাবগুলো রাশফোর্ডকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে বার্সেলোনা। বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিকও রাশফোর্ডকে দলে টানার ব্যাপারে সম্মতি দিয়েছেন। ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাশফোর্ডকে দলে পেলে আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। ফ্লিকের ইতিবাচক অবস্থানেই প্রক্রিয়া আরও দ্রুতগতিতে এগিয়েছে।
রাশফোর্ডের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন এতটাই জোরালো হয়েছে যে, কাতালান ক্লাবটির ভক্তরাও ইতোমধ্যে তার সম্ভাব্য আগমন নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। রাশফোর্ড নিজেও নাকি বার্সায় খেলার সুযোগ পেলে নতুন করে ক্যারিয়ার গড়ার আত্মবিশ্বাস পাচ্ছেন। সব মিলিয়ে এখন শুধু অপেক্ষা কাগজ-কলমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই বার্সেলোনার জার্সি গায়ে দেখা যাবে ইংল্যান্ডের স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডকে। তার স্বপ্নের যাত্রার দরজা খুলে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা।