ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সরকারি সড়কের জায়গা দখল করে নিচু দেয়াল নির্মাণ ও তার ওপর ধারালো তারকাঁটা বসানোর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার কারণে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রের খবর, কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জৈঠুয়ামুড়া গ্রামের বাসিন্দা হান্নান মিয়া তার বাড়ির সীমানার পাশে রাস্তার ধারে দেয়াল তুলেছেন এবং দেয়ালের উপর ধারালো তারকাঁটা স্থাপন করেছেন। এতে সড়কের পথ সংকুচিত হয়ে পড়েছে, যা বিশেষ করে শিশু, বৃদ্ধ ও নারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। দেয়ালটির উচ্চতা প্রায় এক হাত হওয়া সত্ত্বেও এটি সরকারি সড়কের জায়গায় নির্মিত হওয়ায় স্থানীয় জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, হান্নান মিয়া ইচ্ছাকৃতভাবেই এমন ব্যবস্থা নিয়েছেন যাতে কেউ তার বাড়ির কাছে না আসে।
মামুন মিয়া নামে এক বাসিন্দা জানান, ‘আমরা অনেকবার হান্নান ভাইকে অনুরোধ করেছি যে রাস্তার জায়গা ছাড়িয়ে দেয়াল নির্মাণ করুন, কিন্তু তিনি আমাদের কথা না শুনে বরং উপেক্ষা করেছেন।’
স্থানীয় যুবক শরীফ হোসেন বলেন, ‘রাস্তায় এত তীক্ষ্ণ তারকাঁটা বসানো খুবই বিপজ্জনক। সম্প্রতি এক শিশু সড়কে পড়ে গিয়ে দেয়ালের তারকাঁটায় গুরুতর আহত হয়েছে। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। দ্রুত ব্যবস্থা না নিলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।’ স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে পঞ্চম শ্রেণির এক শিশু স্কুল যাওয়ার পথে পিচ্ছিল সড়কে পড়ে দেয়ালের তারকাঁটায় গুরুতর আহত হয়। তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ সম্পর্কে হান্নান মিয়া কালবেলাকে বলেন, ‘আমার বাড়ির পাশ দিয়ে যাতায়াতের সময় অনেক বাচ্চা দেয়ালের ওপর উঠে পড়ে দেয়াল ময়লা করে ফেলে। পাশাপাশি জানালার কাছে থেকে আমার মেয়ের মোবাইলও চুরি হয়ে গিয়েছে। তাই আমি বাধ্য হয়ে দেয়ালের ওপর তারকাঁটা বসিয়েছি, যাতে নিরাপত্তা বজায় থাকে।’ কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম কালবেলা বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এই ধরনের নির্মাণ আইনত গ্রহণযোগ্য নয়। দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে সবার চলাচলে কোনো সমস্যা না হয়।’