বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে স্ত্রী সাজেদা বেগমের (৫৫) মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন স্বামী তৈয়ব হোসেন। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জর্জরিত ছিলেন এই দম্পতি। প্রায়ই স্বামী তৈয়ব হোসেন তার স্ত্রী সাজেদা বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। রোববার (২০ জুলাই) বাড়িতে নির্যাতনের এক পর্যায়ে মুগুর দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে গুরুতর আহত হন সাজেদা। পরে রাতে এক অজ্ঞাত ব্যক্তি অজ্ঞান অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে এসে রেখে চলে যান। কিছুক্ষণ পর নিহতের মেয়ে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক প্রাথমিক পরীক্ষায় তাকে মৃত ঘোষণা করেন এবং পুলিশকে বিষয়টি জানানো হয়।
আমতলী থানার পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি যে, স্বামীর নির্যাতনের কারণেই এ মৃত্যু হয়েছে। অভিযুক্ত তৈয়ব হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।