ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও তার সঙ্গী ব্রুনা বিয়াঙ্কার্ডি গত ৫ জুলাই তাঁদের দ্বিতীয় সন্তান ‘মেল’-এর জন্ম দিয়ে জীবনের এক নতুন আনন্দ অধ্যায় শুরু করেছেন। মাঠে যেমন সফল, তেমনি এবার পারিবারিক জীবনেও খুশির মুহূর্তে ভাসছেন নেইমার। আর এমন আনন্দঘন সময়েই নেইমারকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছে তাঁর সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। সাবেক এই ক্লাব থেকে নেইমারের চার সন্তানের জন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে বিশেষভাবে তৈরি করা পিএসজির জার্সি। ইনস্টাগ্রামে সেই উপহারের ছবি শেয়ার করে নেইমার সংক্ষেপে জানিয়েছেন নিজের আবেগ, লিখেছেন- “Merci @PSG”, অর্থাৎ “ধন্যবাদ পিএসজি।” নেইমারের প্রথম সন্তান দাভি লুকা জন্ম নেয় ২০১১ সালে, তাঁর তৎকালীন প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের গর্ভে। এরপর বর্তমান সঙ্গী ব্রুনা বিয়াঙ্কার্ডির সঙ্গে তাঁর কন্যা সন্তান মাভির জন্ম হয়। এছাড়া, আরেক কন্যা সন্তান মাভির জন্ম হয় আমান্ডা কিম্বারলির সঙ্গে তাঁর সম্পর্ক থেকে। এবার পরিবারে যুক্ত হলো নতুন অতিথি মেল। সব মিলিয়ে এই মুহূর্তে পরিবার নিয়ে নেইমারের জীবনে যেন পূর্ণতা এসেছে।
পিএসজির এই উপহার নিঃসন্দেহে নেইমারের প্রতি তাদের ভালোবাসা ও সংবেদনশীল সম্পর্কেরই প্রকাশ। যদিও নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে নাম লেখান, সেখানে চোটের কারণে মাঠে খুব বেশি প্রভাব রাখতে পারেননি। এরপর তিনি ২০২৫ সালের জানুয়ারিতে নিজ দেশের ক্লাব সান্তোসে ফেরেন, যেখান থেকে তাঁর পেশাদার ক্যারিয়ারের সূচনা হয়েছিল। আগামী ২৪ জুলাই সান্তোস মুখোমুখি হবে ইন্টারনাসিওনালের। ধারণা করা হচ্ছে, এই ম্যাচেই হয়তো আবার মাঠে ফিরবেন সদ্য এক কন্যা সন্তানের গর্বিত বাবা নেইমার। সাবেক ক্লাবের উপহার আর পরিবারের আনন্দ-সব মিলিয়ে এই সময়টা নেইমারের জীবনে নতুন এক আলোয় রাঙানো অধ্যায় হয়ে উঠেছে। ৩৩ বছর বয়সে এসে নেইমার যেন খুঁজে পেয়েছেন সাফল্য, ভালোবাসা ও পরিপূর্ণতার এক চমৎকার সমন্বয়।