রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো সন্ধান মেলেনি নিখোঁজ শিক্ষার্থী রাইসা মনির (৯)। সে ওই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। সে পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করত। রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, ‘দুর্ঘটনার পর থেকে আমরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ছুটে বেড়াচ্ছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি। পরিবার ভীষণভাবে ভেঙে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘যদি কেউ রাইসা সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে অনুগ্রহ করে আমাদের জানান। মোবাইল নম্বর-০১৯১৭-২৯৮৫৩৬।’
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তখন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একা উড্ডয়নে ছিলেন। আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিটের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।