১০ বছর পর ‘ডিয়ার মা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবির প্রধান চরিত্রে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান। সিনেমার প্রচারে তিনি যখন ব্যস্ত কলকাতার রাস্তায় পা রাখেন, তখনই যেন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জয়াকে দেখে হঠাৎ ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বাংলাদেশের প্রসঙ্গ টেনে সরাসরি কটাক্ষ করেন অভিনেত্রীকে। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতের একাধিক গণমাধ্যমে শমীক ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশের এই অভিনেত্রী বহুদিন ধরেই কলকাতায় অবস্থান করছেন। কিন্তু কখনো কি বলেছে, তাদের দেশে যা ঘটছে, তা অন্যায়?’ মূলত, বিজেপি নেতার অভিযোগ-বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে, অথচ এ বিষয়ে জয়া আহসান কোনো মন্তব্য করছেন না। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এ কারণেই জয়াকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।
তার মন্তব্যে শুরু থেকেই ছিল বিদ্রুপের সুর। তিনি বলেন, বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী এখন কলকাতায় রয়েছেন এবং একাধিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এমনকি তিনি নিজেও জয়াকে দুটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখেছেন, যা তার কাছে অস্বস্তিকর লেগেছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “জয়া আহসান নামের একজন অভিনেত্রী আছেন-তিনি বড় মাপের শিল্পী, জনপ্রিয়তাও রয়েছে। কিন্তু তিনি কি একবারও বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যা ঘটছে তা অন্যায়?” তবে এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেননি জয়া আহসান। বর্তমানে তিনি ‘ডিয়ার মা’ সিনেমার প্রচার নিয়েই ব্যস্ত সময় পার করছেন।