বিশিষ্ট সার্জেন শরদ পান্ডের পুত্র এবং অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই হচ্ছেন চিক্কি পান্ডে। ৮০-এর দশকের শেষ ও ৯০-এর দশকের শুরুতে যখন চাঙ্কি বলিউডে একজন প্রতিষ্ঠিত তারকা হিসেবে আবির্ভূত হন, সেই সময়েই চিক্কি নিজেকে গড়ে তোলেন একজন খ্যাতনামা শিল্পপতি হিসেবে। তিনি স্টিল কনজিউমার কাউন্সিলের সদস্য ছিলেন। পাশাপাশি, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের টেলিফোন উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চিক্কি পান্ডে অক্ষরা ফাউন্ডেশন অব আর্টস অ্যান্ড লার্নিংয়ের প্রতিষ্ঠাতা, যা একটি অলাভজনক সংস্থা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য কাজ করে। তবে এখানেই শেষ নয়—বলিউডের সঙ্গেও রয়েছে তার গভীর সম্পর্ক। সোহেল খানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হওয়ার পাশাপাশি শাহরুখ খানের সঙ্গেও রয়েছে গভীর বন্ধুত্ব।
ফলে খান পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ হিসেবে পরিচিত চিক্কি। তার স্ত্রী ডিন পান্ডে একজন জনপ্রিয় লাইফস্টাইল কোচ, যাঁর ক্লায়েন্টদের মধ্যে রয়েছেন সালমান খান, প্রীতি জিনতা, লারা দত্ত, বিপাশা বসুসহ অনেকেই। ১৯৯৪ সালে এক সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় যখন শাহরুখ খানকে গ্রেফতার করা হয়, তখন চিক্কি পান্ডেই তাকে জামিনে মুক্ত করে আনেন। তার সঙ্গে ছিলেন অভিনেতা নানা পটেকার। এছাড়াও, চিক্কির ছেলে আহান ও শাহরুখের ছেলে আরিয়ান খান একে অপরের ঘনিষ্ঠ বন্ধু।২০০৮ সালে সালমান খান ও শাহরুখ খানের মধ্যে বিরোধের পর, তাদের সম্পর্কের বরফ গলাতে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি চিক্কি পান্ডেই। ২০১৩ সালে বাবা সিদ্দিকীর আয়োজিত ইফতার পার্টিতে তিনি দুজনকে একসঙ্গে বসিয়ে কথা বলার সুযোগ করে দেন, যার ফলে তাদের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব দূর হয়। তবে এতকিছু সত্ত্বেও, চিক্কিকে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যায় না। সবসময় তিনি নিজেকে লাইমলাইটের বাইরে রাখতেই পছন্দ করেন।