ইতালিয়ান ক্লাব কোমোর কোচ ও স্পেনের সাবেক তারকা সেস ফাব্রেগাস ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে কোমোর জার্সিতে দেখা যেতে পারে। তবে এও জানিয়েছেন, আপাতত যুক্তরাষ্ট্রে থাকতেই খুশি আছেন আর্জেন্টাইন মহাতারকা।সম্প্রতি কোমোর প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে লিলের বিপক্ষে খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তাদের সন্তানরা। এরপর থেকেই জল্পনা ছড়ায়-মেসি কি তাহলে লেক কোমোর পথ ধরছেন? তবে ফাব্রেগাস স্পষ্ট করেছেন, এটি কেবলই বন্ধুত্বের সফর ছিল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আন্তোনেলা আমাদের বাড়িতে এক সপ্তাহ ছিল, যখন লিও সিনসিনাটি ও নিউ ইয়র্কে খেলতে গিয়েছিল। আমাদের পরিবারগুলোর সম্পর্ক ঘনিষ্ঠ-স্ত্রীদের মধ্যে বন্ধুত্ব গভীর, সন্তানরাও প্রায় একই বয়সের।’
তবুও মেসির কোমোতে খেলার সম্ভাবনা একেবারে নাকচ করে দেননি ফাব্রেগাস।
তিনি বলেন, ‘আমি কোমোর স্পোর্টিং ডিরেক্টর লুদি'কে মজা করে বলেছি-মেসি যদিও কখনো কোমোতে না খেলে, আমরা অন্তত বলতে পারি, তার সন্তানেরা এখানে খেলেছে! ভবিষ্যতে কী হবে, কেউ জানে না। কখনো না বলো না!’ মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে। ইতোমধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে তার সঙ্গে। তবু কোমোর পক্ষ থেকে এমন ইঙ্গিত ভবিষ্যতের জন্য এক নতুন সম্ভাবনার জানালা খুলে দিচ্ছে। গত মৌসুমে ফাব্রেগাসের কোচিংয়ে সিরি আ অভিষেকেই দশম হয়ে মৌসুম শেষ করেছে কোমো। ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার ২০২৮ সাল পর্যন্ত। অবশেষে, মেসি কি সত্যিই বন্ধু ফাব্রেগাসের আহ্বানে কোমোর হয়ে মাঠে নামবেন? সে প্রশ্নের উত্তর সময়ই দেবে।