বুধবার দুপুরে রাজধানীর ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজিরা দিতে আসেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাকে পুলিশের প্রিজনভ্যানে করে আনা হয়, যেখানে তাকে দেখা যায় মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং পেছনে হাতকড়া পরানো অবস্থায়। আদালত প্রাঙ্গণে থাকা নিজের নির্বাচনী এলাকার কিছু মানুষকে দেখতে পেয়ে আবেগে ভেঙে পড়েন পলক। শুরু করেন অঝোরে কান্না। তার চোখের পানি দেখে অনেকেই স্থির থাকতে পারেননি। কিছু মানুষ তাকে উদ্দেশ করে বলেন, “ভাই, আপনার জন্য আমরা দোয়া করি।” জবাবে পলক বলেন, “আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন।” পরে তাকে প্রিজনভ্যানে তোলা হয়। সেখানে তার হাতকড়া এবং হেলমেট খুলে দেওয়া হয়। ভ্যানের ভেতরে দাঁড়িয়ে তিনি আবারও উপস্থিত লোকজনের দিকে তাকিয়ে দোয়া চেয়ে বলেন, “আমার জন্য দোয়া করবেন।” তখন একজন তাকে সান্ত্বনা দিয়ে বলেন, “কোনো টেনশন কইরেন না, ভাই।” এ কথা শুনে পলক ফের কান্নায় ভেঙে পড়েন। তখন সেই ব্যক্তি আবেগময় কণ্ঠে বলেন, “পলক ভাই, কাইন্দেন না।” ধীরে ধীরে ভ্যানটি তাকে নিয়ে কারাগারের দিকে রওনা হয়।
২০২৩ সালের ১২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান পলকের বিরুদ্ধে ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলাটির তদন্ত এখনও চলমান। বুধবার ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন, তবে তদন্ত কর্মকর্তা তা জমা দিতে পারেননি। বিষয়টি নিশ্চিত করেছেন পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। গত বছরের ১৫ আগস্ট এই মামলায় পলককে গ্রেফতার করে পুলিশ। তার আদালতে হাজিরার সময়কার এই মানবিক দৃশ্য উপস্থিত অনেকের হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যায়। পলকের কণ্ঠে বারবার শুধু একটাই আবেদন শোনা গেছে- “আমার জন্য দোয়া করবেন।”