বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ গতকাল বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যঘেরা স্ট্যাটাস দেন। তার এই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনার ঢেউ। গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩১ জন শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ মর্মান্তিক ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নানা তথ্য ও মতামত। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছেন, আবার অনেকে প্রশ্ন তুলছেন প্রশাসনের ভূমিকা নিয়ে। এ আবেগ ও প্রতিবাদের ধারাবাহিকতায় এবার ছোটপর্দার এই অভিনেতাও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক মাধ্যমে। তার পোস্ট ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে।
ইরফান সাজ্জাদ লিখেছেন- “ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক, আর ক্ষমতায় গেলে সবাই...! দেখি, শূন্যস্থানটা আপনারাই পূরণ করেন।” স্ট্যাটাসটির সঙ্গে একটি রাগান্বিত ইমোজিও যুক্ত করেন তিনি, যা তার বক্তব্যের আবেগকে আরও স্পষ্ট করে তোলে। পোস্টটি যে সাম্প্রতিক ঘটনার ইঙ্গিতবাহী, তা বুঝতে পেরেছেন নেটিজেনরা। কেউ কেউ মন্তব্যে শূন্যস্থান পূরণ করার চেষ্টাও করেছেন। তবে কিছু সময় পর ইরফান নিজেই রহস্যের জট খোলেন এবং সঙ্গে একটি 'হা হা' প্রতিক্রিয়া যোগ করেন। এতে স্পষ্ট হয়, কথাটি রসিকতার ছলে বলা হলেও তার মধ্যে ছিল তীব্র বার্তা ও গভীর ইঙ্গিত।