চলতি বছরের প্রথম ছয় মাসে নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে অনাহার ও অপুষ্টির কারণে অন্তত ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক দাতাদের অর্থ সহায়তা কমে যাওয়াকে এই দুঃখজনক পরিস্থিতির জন্য দায়ী করেছে মেডেসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ), যা ডক্টরস উইদাউট বর্ডারস নামেও পরিচিত। শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে তারা বিশাল অঙ্কের বাজেট ছাঁটাইয়ের মুখে পড়েছে-বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে। এই তহবিল সংকোচন অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। জাতিসংঘের খাদ্য সংস্থা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, মজুদ শেষ হয়ে যাওয়ায় তারা জুলাইয়ের শেষে নাইজেরিয়ার সংঘাতপ্রবণ উত্তর-পূর্বাঞ্চলে ১৩ লাখ মানুষের খাদ্য ও পুষ্টি সহায়তা বন্ধ করতে বাধ্য হবে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে তহবিল প্রত্যাহারের কারণে এই ঘাটতি পূরণে নাইজেরিয়া চলতি বছর ২০০ বিলিয়ন নাইরা (প্রায় ১৩০ মিলিয়ন ডলার) বাজেট নির্ধারণ করেছে। এমএসএফ জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর কাটসিনা রাজ্যে চরম অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা প্রায় ২০৮ শতাংশ বেড়েছে এবং ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে কাটসিনায় সম্প্রতি ডাকাতির ঘটনা বাড়ছে, যার ফলে ব্যাপক নিরাপত্তাহীনতায় পড়েছে স্থানীয়রা। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং বাধ্য হয়ে নিজেদের খামার ছেড়ে যাচ্ছেন। সরকার ও স্থানীয় বেসামরিক পাহারাদাররা এই পরিস্থিতি মোকাবেলায় ডাকাতদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।