‘সাইয়ারা’ মুভির ঝড় চলছে তুঙ্গে। মুক্তির মাত্র চারদিনের মধ্যেই এটি শত কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। দেশ সীমা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও ছড়িয়ে পড়েছে অনীত পদ্দার অভিনীত এই সিনেমা। বলিউডের প্রচলিত নায়িকাদের থেকে ভিন্ন এই চরিত্রে অনীত মুগ্ধ করেছেন অসংখ্য পুরুষ দর্শককে। তবে একসময় অনীতও স্কুলজীবনে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘সাইয়ারা’ তে অনীতের কাজল কালো চোখ, গোলাপি গাল আর ঘন চুলের সঙ্গে মিষ্টি কণ্ঠের এক ঝড়ো চরিত্রের ছবি উঠে এসেছে। কিন্তু প্রায় দশ বছর আগে স্কুল বয়সেই নিজের ভ্রু উপড়ে ফেলেছিলেন তিনি, তখন একেবারেই হঠাৎই এমন কাজ করেন।
অনীত সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, “আমার স্মৃতিতে আছে, স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরেই আমি মেকআপ মুছতে শুরু করি। তখন আমি সিদ্ধান্ত নিই, দুই ভ্রু কামিয়ে ফেলা এবং আটটি চোখের পাতা তুলে ফেলা। মা বলেছিলেন, ‘এবার তুমি কীভাবে স্কুলে যাবে?’ শুনে আমি চিন্তিত হয়ে পড়ি। হয়তো তখন বুঝতাম না এটা এক নতুন যুগের ফ্যাশন। আজ দশ বছর পর, মানুষ আসলেই ভ্রু কামিয়ে ফেলছে।” বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করার আগে ‘বিগ গার্ল ডোন্ট ক্রাই’ নামের একটি সিরিজে কাজ করেছিলেন অনীত। এখন শুধু ভারতে নয়, দেশের বাইরেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। মোহিত সুরির পরিচালনায় নির্মিত রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা কুড়াচ্ছে।