মাগুরা শহরে ব্যবসায়ী সুজিত গুহ ভজন (৫৫) কে গলাকেটে হত্যা করা হয়েছে। এই ঘটনা ঘটেছে শনিবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবিথী সড়কে। ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে আবির বিশ্বাস নামের এক যুবককে আটক করেছে। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ভজন গুহ চা খাওয়ার জন্য ভাড়া বাসা থেকে বের হন। এরপর তাকে মুন্সী বাড়ির গলিতে গলাকেটে হত্যা করা হয়। এ সময় এলাকাবাসী রক্তাক্ত ছুরি হাতে এক যুবককে পালিয়ে যেতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রাত ১১টার দিকে সদর থানা পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী অনিতা রাণী গুহ জানিয়েছেন, তার স্বামী ছিলেন শান্ত স্বভাবের একজন মানুষ, কারো সঙ্গে কোনো ঝগড়া-ঝাটি ছিল না, তিনি সাধারণ জীবন যাপন করতেন। এরপরও তাকে নির্মমভাবে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের হেফাজতে থাকা আবির ওই এলাকার হান্নান বিশ্বাসের ছেলে এবং একজন মাদকাসক্ত যুবক। গত বছরের ৫ আগস্ট বিকেলে তিনি একই এলাকায় স্বর্ণ ব্যবসায়ী ক্ষিরোদ কর্মকারকে ধারালো দা দিয়ে আঘাত করেন। গত কিছু মাস ধরে তিনি স্থানীয় মানুষের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালাচ্ছিলেন, কিন্তু ভয়ে কেউ পুলিশে অভিযোগ করেনি। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে গলাকাটা সুজিত গুহের লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন আবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।