বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে প্রশংসায় ভাসিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি রোববার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন, যেখানে তিনটি পয়েন্টের মাধ্যমে সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা তুলে ধরেন। যুগান্তরের পাঠকদের জন্য তার পোস্টটি মূল বক্তব্য অক্ষুণ্ন রেখে তুলে ধরা হলো- ‘কয়েকটি অপ্রচলিত তথ্য তুলে ধরি!
১. ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় প্রতি শনিবার, কিছু ব্যতিক্রম ছাড়া, সেনাপ্রধান সিএমএইচ পরিদর্শন করেছেন এবং সেখানে চিকিৎসাধীন জুলাইয়ের আহতদের খোঁজখবর নিয়েছেন। উপদেষ্টাদের সম্মিলিত সফরের চেয়েও তার উপস্থিতি বেশি ছিল।
২. সবচেয়ে গুরুতর আহতদের উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করতে এবং চিকিৎসা বাবদ ব্যয়ের দিক থেকে ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে।
৩. আহত ও শহীদ পরিবারের আর্থিক সহায়তা ও পুনর্বাসনে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান।’
সারজিস আলমের এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এখন পর্যন্ত এটি ১২শর বেশি শেয়ার হয়েছে, ৬৫ হাজারেরও বেশি মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন এবং প্রায় সাড়ে চার হাজার মন্তব্য করা হয়েছে। প্রসঙ্গত, সারজিস আলম ও এনসিপির নেতারা দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে বর্তমানে নেত্রকোনা সফর করছেন। রোববার দুপুরে নেত্রকোনা সফরের ছবি যুক্ত করে আরেকটি পোস্টে তিনি লেখেন- ‘জুলাই পদযাত্রার ২৭তম দিনে নেত্রকোনা থেকে…’।