স্কারলেট জোহানসন অভিনীত ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। ২ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি ইতোমধ্যে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে। মুক্তির পর প্রতিদিনই ছবিটির বক্স অফিস কালেকশন বাড়ছে দ্রুতগতিতে। গ্যারেথ এডওয়ার্ড পরিচালিত এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে মাত্র ১৮০ মিলিয়ন মার্কিন ডলারে এবং এটি স্কারলেটের ক্যারিয়ারকে আবারও শক্ত অবস্থানে নিয়ে এসেছে। গত ছয় বছরে স্কারলেটের শেষ বড় সফল সিনেমা ছিল ‘জোজো র্যাবিট’, যা মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ২৪ অক্টোবর। তাইকা ওয়াইতিতি পরিচালিত সে সিনেমার বাজেট ছিল মাত্র ১৪ মিলিয়ন ডলার, আর আয় করেছিল প্রায় ১০০ মিলিয়ন ডলার। এরপর ২০২১ সালে মুক্তি পায় কেইট শর্টল্যান্ড পরিচালিত সুপারহিরো সিনেমা ‘ব্ল্যাক উইডো’। এটি বিশাল লাভ করতে না পারলেও নিজের খরচের টাকা তুলতে সক্ষম হয় এবং স্কারলেটকে সুপারহিরো চরিত্রে প্রতিষ্ঠিত করে। পরে ২০২৩ সালে মুক্তি পায় ওয়েস অ্যান্ডারসনের সায়েন্স ফিকশন কমেডি-ড্রামা ‘অ্যাস্টারয়েড সিটি’, যা তার ক্যারিয়ারে কিছুটা স্বস্তি বয়ে আনে। মাত্র ২৫ মিলিয়ন ডলারে নির্মিত সিনেমাটি আয় করে প্রায় ৬০ মিলিয়ন ডলার। সেই বছর কান চলচ্চিত্র উৎসবেও এটি প্রশংসিত হয়েছিল।
তবে এই ছয় বছরে কিছু সিনেমা ছিল একেবারেই ব্যর্থ, যেমন- ক্রিস্টিন স্কট থমাস পরিচালিত ‘মাই মাদার্স ওয়েডিং’ এবং ওয়েস অ্যান্ডারসনের ব্ল্যাক কমেডি ‘দ্য ফোনেসিয়ান স্কিম’। পরেরটি কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেলেও স্কারলেট খুব একটা আলোচনায় আসেননি। অভিনেত্রী হিসেবে নয়, পরিচালক হিসেবে আলোচনায় আসেন স্কারলেট জোহানসন তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ইলিনর দ্য গ্রেট’-এর মাধ্যমে, যা এবারের কান উৎসবে ব্যাপক প্রশংসা পেয়েছে। ৯০ বছরের এক বৃদ্ধার প্রেমে ১৯ বছরের এক তরুণের আকর্ষণের কাহিনি নিয়ে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ প্রবল। এটি আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে বাণিজ্যিকভাবে। তবে এখন পুরো দৃষ্টি আকর্ষণ করেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। এতে স্কারলেট অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র জোরা বেনেটের ভূমিকায়। তার সঙ্গে মাহেরশালা আলি, জোনাথন বেইলি, রুপার্ট ফ্রেন্ড, লুনা বেইজি প্রমুখ অভিনেতা রয়েছেন। সিনেমাটি ডাইনোসর-ভিত্তিক থ্রিলার হিসেবে দর্শকের দারুণ আগ্রহ কুড়াচ্ছে। যেভাবে আয় বাড়ছে, তাতে মনে করা হচ্ছে সিনেমাটি দ্রুতই ১ বিলিয়ন মার্কিন ডলারের গণ্ডি ছুঁয়ে ফেলবে।
১৯৯৪ সালে ‘নর্থ’ সিনেমায় একটি ছোট চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন স্কারলেট। মাত্র দু’বছরের মধ্যে ‘মেনি অ্যান্ড লো’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেন, যা তাকে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডে মনোনয়ন এনে দেয়। এরপর একে একে তিনি উপহার দেন ‘দ্য হর্স হুইসপারার’, ‘গোস্ট ওয়ার্ল্ড’, ‘ম্যাচ পয়েন্ট’, ‘দ্য প্রেস্টিজ’, ‘স্কুপ’, ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’, ‘ক্যাপ্টেন আমেরিকা’-র মতো হিট সিনেমা। তার সবচেয়ে সফল সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’, যেটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এবং মাত্র ৪০০ মিলিয়ন ডলারে নির্মিত সিনেমাটি আয় করে ২ বিলিয়নেরও বেশি। অন্যদিকে গায়িকা হিসেবে স্কারলেটের ক্যারিয়ার এখন অনেকটা থেমে গেছে। মৌলিক গানে তার আগ্রহ কমে গেলেও, ফিচার সংয়ের মাধ্যমেই তার সংগীতযাত্রা অব্যাহত রয়েছে। সম্ভবত অভিনয়ের ব্যস্ততার কারণেই সংগীতে তার গতি কমে গেছে।