জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। তিনি অভিযোগ করেছেন, এই দলে অপরাধীদের বিচার করা হয় না। সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এনসিপি ছাড়ার ঘোষণা দেন। নীলা ইস্রাফিল লিখেছেন, ‘আমি দুর্বৃত্ত রাজনীতির পরিবর্তে নৈতিকতাকেই বেছে নিচ্ছি। এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি থাকতে পারি না, যেখানে অপরাধীদের বিচার হয় না, একজন নারী হেনস্তার শিকার হলেও অপরাধীর পক্ষ নেওয়া হয় নীরবভাবে।’
তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি একজন নারীর প্রতি অপমানজনক ও নিপীড়নমূলক আচরণ করে এবং সামাজিকভাবে তাকে ধ্বংস করার চেষ্টা চালায়, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না বরং সে দলের ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করে, তখন সেই দল আর আদর্শ বা ন্যায়ের প্রতিনিধি হতে পারে না।’ নিজ সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও লেখেন, ‘আজ থেকেই, এই মুহূর্ত থেকে আমি এনসিপির সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন করছি। এই দল আমি ত্যাগ করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার শক্তি। সত্য ও সম্মানের পথে একাকী হলেও আমি থামবো না।’