বাংলাদেশের ব্যাংকিং খাতে যখন নানা চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা কাজ করছে, ঠিক তখনই কিছু প্রতিষ্ঠান তাঁদের সুশাসন, পরিকল্পিত নেতৃত্ব ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে দেশের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে। সে রকমই একটি নাম- এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, যা এক কথায় পরিচিত এক্সিম ব্যাংক নামে। ধারাবাহিক অগ্রগতি ও স্থিতিশীলতা, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আর্থিক বিশ্লেষণ অনুযায়ী, এক্সিম ব্যাংক বর্তমানে স্থিতিশীল আয়, নিয়ন্ত্রিত খেলাপি ঋণ এবং ব্যাপক গ্রাহকভিত্তি নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত। গত তিন বছর ধরেই ব্যাংকটি লাভে প্রবৃদ্ধি ধরে রেখেছে, এনপিএল হার (খেলাপি ঋণ) দেশের গড়ের নিচে, গ্রাহকসংখ্যা ৩৫ লক্ষাধিক, লভ্যাংশ প্রদান নিয়মিত ও শক্তিশালী। প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা, এক্সিম ব্যাংক ডিজিটাল ও শরিয়া-সম্মত ব্যাংকিংয়ের সমন্বয়ে গ্রাহকসেবায় এনেছে নতুন মাত্রা: ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং, রিয়েল টাইম এটিএম নেটওয়ার্ক, ইসলামিক কার্ড, QR পেমেন্ট, SME সাপোর্ট, "Smart Islami Banking" নামে নতুন অনলাইন প্ল্যাটফর্ম।
ক্লান্তিকালের পর উত্তরণের গল্প- বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, বাজার অনিশ্চয়তা ও ব্যাংকিং খাতের টানাপোড়েনের মধ্যেও এক্সিম ব্যাংক দেখিয়েছে দৃঢ়তা, পরিকল্পনা ও প্রতিশ্রুতির প্রতিফলন। সঠিক পরিচালনা কাঠামো, মানবিক CSR কার্যক্রম ও গ্রাহকবান্ধব দৃষ্টিভঙ্গিই তাদের শক্তির মূল উৎস। অর্জিত সম্মাননা, সেরা ইসলামিক ব্যাংক – ২০২৪ (গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন), ব্যাংকিং স্বচ্ছতা পুরস্কার – ২০২৩ (BdRatings), দক্ষিণ এশিয়ার শীর্ষ ১০ শরিয়া ভিত্তিক ব্যাংক – ২০২৩ (IFN মালয়েশিয়া)। ব্যাংকের নেতৃত্বের ভাষ্য,
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন: “ব্যাংক হিসেবে শুধু মুনাফা নয়, মানুষের মনে জায়গা করে নেওয়াই আমাদের সাফল্য। আমরা গ্রাহকের আস্থা অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিই।”
আগামীর পরিকল্পনা- এক্সিম ব্যাংক ২০২৫ সালের মধ্যেই দেশের ৭৫টি নতুন উপজেলায় সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি গ্রিন ব্যাংকিং, হালাল বিনিয়োগ প্রোডাক্ট ও নারী উদ্যোক্তাদের জন্য পৃথক ফাইন্যান্সিং সেল চালুর কাজ চলছে। অরণ্য নিউজের বার্তা- অরণ্য নিউজ বরাবরই দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাসী। ব্যাংকিং খাতের ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্বের অংশ। এক্সিম ব্যাংকের এই অগ্রগতি দেশের অর্থনৈতিক সক্ষমতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা সকল ব্যাংক ও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে বলে আমাদের বিশ্বাস।