মাঠে ফেরার পরই আবার নিজের রাজত্বের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও অনায়াসে সময়কে হার মানিয়ে গেলেন তিনি। অস্ট্রিয়ার উন্টার্সবার্গ অ্যারেনায় একটি প্রস্তুতি ম্যাচে আল-নাসরের হয়ে গোল করে দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখলেন এই পর্তুগিজ সুপারস্টার। ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি আল-নাসরের জন্য। ২৫তম মিনিটে ইয়ান গবো গোল করে ফরাসি ক্লাব তুলুজকে এগিয়ে দেন। কিন্তু সেই ব্যবধান বেশি সময় টেকেনি। ৩৫তম মিনিটেই জবাব দেন রোনালদো। প্রথমার্ধেই গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন নিজের দলকে। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আল-নাসর। ম্যাচের ৭৬তম মিনিটে মোহাম্মদ মারানের গোলে এগিয়ে যায় সৌদি ক্লাবটি। এরপর আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
ম্যাচে আরও একবার স্কোরশিটে নাম লেখাতে পারতেন রোনালদো। তবে সতীর্থ জোয়াও ফেলিক্সের সঙ্গে বোঝাপড়ার অভাবে সে সুযোগ হারান তিনি। এদিকে, ফেলিক্স সম্প্রতি ইংলিশ ক্লাব চেলসি থেকে আল-নাসরে যোগ দিয়েছেন। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিতে ক্লাবকে ব্যয় করতে হয়েছে ৫০ মিলিয়ন ইউরো-যার মধ্যে ৩০ মিলিয়ন ট্রান্সফার ফি এবং বাকি ২০ মিলিয়ন নির্ধারিত পারফরম্যান্স বোনাস। দুই বছরের চুক্তিতে সৌদি ক্লাবে নিজের ক্যারিয়ার নতুন করে শুরু করার লক্ষ্য নিয়েছেন তিনি। অন্যদিকে, এই ম্যাচটি রোনালদোর জন্য ছিল বিশেষ। আগের মৌসুমের শেষ দিকে আল-নাসর ছাড়ার ইঙ্গিত দিলেও শেষপর্যন্ত সৌদি ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের চুক্তিতে সই করেন তিনি। এই নতুন চুক্তির পর এটিই ছিল তার প্রথম ম্যাচ-যেখানে ফিরেই গোল করে আবারও বুঝিয়ে দিলেন, “বয়স কেবল একটি সংখ্যা”।