তৃতীয়বারের মতো কানাডার মর্যাদাপূর্ণ ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন বাংলাদেশের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। এবার প্রদর্শিত হলো তার পরিচালিত ভৌতিক অ্যানথোলজি সিনেমা ‘২ষ’। গতকাল ফেস্টিভ্যালের পর্দায় উঠে আসে এই হরর ঘরানার ব্যতিক্রমধর্মী সিনেমাটি। হরর, অতিপ্রাকৃত এবং ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্রকে ঘিরেই গড়ে ওঠা এই উৎসবটি শুরু হয়েছে গত ১৬ জুলাই, যা চলবে ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত। বর্তমানে কানাডাতেই অবস্থান করছেন নুহাশ, উৎসবের পরিবেশ ও প্রদর্শনী ঘিরে সরাসরি অংশ নিচ্ছেন তিনি। নির্মাতা হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই নুহাশ আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়ে আসছেন। এবারের প্রদর্শনীর জন্য তিনি ফ্যান্টাজিয়া কর্তৃপক্ষের কাছ থেকে জুনে এক মনোমুগ্ধকর আমন্ত্রণপত্রও পান। উৎসবটির অফিসিয়াল ফেসবুক পেজে নুহাশকে ‘দ্রষ্টব্য নির্মাতা’ আখ্যা দিয়ে তার পূর্ববর্তী কাজ যেমন “ষ”, “মশারি”, ও “ফরেনার্স অনলি”-র কথা উল্লেখ করে বলা হয়, “তিনি আবার ফিরেছেন আরেক অনন্য অ্যানথোলজি নিয়ে।”
‘২ষ’ সিনেমায় চারটি আলাদা ভৌতিক গল্প স্থান পেয়েছে। প্রতিটি গল্পের প্লট তৈরি হয়েছে হরর ও রম্যতার মিশেলে। কখনো ভয়, কখনো কৌতুক-এই দোলাচলে গল্পগুলো এগিয়েছে দর্শককে ভিন্নরকম অভিজ্ঞতা দিতে। ‘ওয়াক্ত’ পর্বে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু ও রাফায়াতুল্লাহ সোহান।
‘ভাগ্য ভালো’ গল্পে দেখা যাবে মোশাররফ করিম, টুনটুনি (জেবুন্নেছা সোবহান), আদনান আদীব খান ও সামিয়া অথৈকে। ‘অন্তরা’ পর্বে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ এবং শিল্পী সরকার অপু। অন্যদিকে ‘বেসুরা’ গল্পে আছেন সুমাইয়া শিমু, এরফান মৃধা শিবলু ও ইসলাম উদ্দিন পালাকার।
এ অ্যানথোলজি সিরিজটি মুক্তি পেয়েছে চরকি প্ল্যাটফর্মে। এটি চরকির নির্মিতব্য কনটেন্টগুলোর মধ্যে অন্যতম বৈচিত্র্যপূর্ণ ও সৃজনশীল প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নুহাশ বলেন, “আগামীকাল শুক্রবার ‘২ষ’-এর দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দর্শকের সাড়া ও উৎসবের উষ্ণ অভ্যর্থনা সত্যিই অনুপ্রেরণাদায়ক।” উল্লেখ্য, এর আগেও এই উৎসব থেকে পুরস্কার জিতেছে নুহাশের জনপ্রিয় কাজ ‘মশারি’ এবং ‘ফরেনার্স অনলি’।