ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে গোপন ক্যামেরা স্থাপন করেছে ইরান-এমন দাবি করেছেন ইরানি সংসদ সদস্য মোজতবা জারেই। তিনি জোর দিয়ে বলেছেন, এটি অনুমানভিত্তিক নয়, বরং নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্যের ওপর ভিত্তি করে বলা। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোজতবা জারেই লেখেন, নেতানিয়াহুর এত কাছাকাছি আগে কখনো যাওয়া সম্ভব হয়নি। এবার এমন একটি স্থানে ক্যামেরা বসানো সম্ভব হয়েছে, যেখান থেকে তার বাড়ির ওপর নজর রাখা যায়। তিনি এটিকে ইরানি গোয়েন্দা সংস্থার এক ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, জায়নবাদীদের ঘাঁটিতে আর গোপন কিছু নেই।
এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকেরা মনে করছেন, এটি ইরান ও ইসরাইলের মধ্যকার প্রচার ও মানসিক যুদ্ধে আরেক ধাপ। প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবরে লেবানন থেকে নেতানিয়াহুর বাড়ির দিকে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল। ধারণা করা হয়, ইরান-সমর্থিত হিজবুল্লাহ ওই হামলার পেছনে ছিল, যদিও কেউ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।