যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে সরাসরি ‘মৃত’ বলে অভিহিত করেছেন এবং ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ও অতিরিক্ত শাস্তিমূলক কর আরোপের ঘোষণা দিয়েছেন-এমন স্পষ্ট বার্তার পরেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চুপ, আর তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল বলেন, “ট্রাম্প যা বলেছেন, তা একেবারেই ঠিক। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়া গোটা দেশ জানে ভারতের অর্থনীতি মৃতপ্রায়। আমি খুশি যে, ট্রাম্প অন্তত সত্যটা বলার সাহস করেছেন।”
তিনি আরও বলেন, “ট্রাম্প একাধিকবার বলেছেন তিনি যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, এবার আবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর কথা বলছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একেবারেই নীরব। তার এই নীরবতা আমাদের কাছে প্রশ্নের জন্ম দেয়-এই চুপ থাকার আসল কারণ কী?” পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সংসদে দেওয়া বক্তব্য নিয়েও কটাক্ষ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, “তিনি বলছেন ভারতের বিদেশনীতি নাকি অসাধারণ! অথচ বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র ভারতকে অপমান করছে, চীন হুমকি দিচ্ছে, আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাকিস্তানকে দোষারোপ করাতে আমরা ব্যর্থ। তাহলে কীভাবে দেশ পরিচালিত হচ্ছে? এই সরকার জানেই না কীভাবে একটা দেশের নেতৃত্ব দিতে হয়। দেশ নিরাপদ নয় ওদের হাতে।” রাহুল গান্ধীর এসব মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ভারতের রাজনৈতিক মহলে। বিরোধীদের একাংশ বলছে, ট্রাম্পের এই বক্তব্য ভারত-মার্কিন সম্পর্কে বড় ধাক্কা হতে পারে, আর সরকারের নীরবতা শুধু দেশের ভিতরে নয়, আন্তর্জাতিক মহলেও প্রশ্নের জন্ম দিচ্ছে।