খুলনায় ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন যুবকের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে করোনা সংক্রমণে চতুর্থ মৃত্যু হিসেবে চিহ্নিত হলো। মারা যাওয়া ব্যক্তির নাম মো. রকমান (২৫)। তিনি খুলনা মহানগরীর হরিণটানা থানার রায়েরমহল এলাকার বাসিন্দা এবং মো. আনোয়ার হোসেনের ছেলে। বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা ইউনিটের রেড জোনে ভর্তি হন রকমান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোগীর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু অবস্থা দ্রুত অবনতির দিকে গেলে শেষ পর্যন্ত প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।
এর আগে, চলতি বছরের ২১ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম একজন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। এরপর থেকে করোনার সংক্রমণ আবারও ধীরে ধীরে বাড়তে থাকে। মো. রকমানের মৃত্যুর মধ্য দিয়ে খুলনায় এ বছর করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এবং জনসচেতনতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তারা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। করোনা সংক্রমণের এমন খবর আবারও স্বাস্থ্যসচেতনতা ও আগের অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দিচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ মৃত্যু হয়তো জনসাধারণকে নতুন করে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে।