এশিয়া কাপের দলে রোহিত শর্মা নেই, থাকার কথাও নয়। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি অনেক আগেই। তারপরও কেন টি-টোয়েন্টি দলের সঙ্গে ফিটনেস টেস্ট দিলেন রোহিত-সেই প্রশ্নই এখন ঘুরছে আলোচনায়। ভারতের সংবাদ সংস্থা পিটিআই খবরটি প্রকাশ করার পরই এ নিয়ে কৌতূহল তৈরি হয়। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া কাপের আগে ব্যাঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে শুবমান গিল, জসপ্রিত বুমরাহসহ কয়েকজন ক্রিকেটার ফিটনেস টেস্ট দিয়েছেন। সেই তালিকায় ছিলেন রোহিতও। জানা গেছে, বিসিসিআই-এর পক্ষ থেকেই তাকে টেস্ট দিতে বলা হয়েছিল।
ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। শুবমান, বুমরাহ, জিতেশ শর্মা, মোহাম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রোহিতও ইয়ো-ইয়োসহ সব ধরনের ফিটনেস পরীক্ষায় সফল হয়েছেন। তবে প্রশ্ন থেকেই গেছে-এশিয়া কাপের দলে না থেকেও কেন তিনি টেস্ট দিলেন? ভারতের বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ, আপাতত খেলার কোনো সূচি না থাকলেও ভবিষ্যতের কথা ভেবেই রোহিত টেস্ট দিয়েছেন। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে দেখা যেতে পারে। তার আগে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ‘এ’-এর বিপক্ষে ভারত ‘এ’-এর হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। তবে লক্ষণীয় বিষয়, রোহিত ফিটনেস টেস্ট দিলেও বিরাট কোহলি দেননি।