সম্প্রতি বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই পুরুষদের নিয়ে একের পর এক মন্তব্য করছেন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। কয়েকদিন আগে তিনি বলেছিলেন, তার জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ ছিলেন। এবার দিলেন বিশেষ এক অনুরোধ। অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজ ডু ইউ ওয়ানা পার্টনার-এ শিখা নামের চরিত্রে অভিনয় করছেন তামান্না। গত শুক্রবার মুম্বাইয়ে সিরিজটির ট্রেলার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে তামান্না বলেন, “এই চরিত্র আমাকে ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ দিয়েছে। সব সময় বলা হয়, একজন পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে। আমি মনে করি, একজন নারীর সফলতার পেছনেও পুরুষের সমর্থন সমানভাবে প্রয়োজন। আমার জীবনে বাবা ছিলেন সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। আজ আমি যেখানে পৌঁছেছি, তার পেছনে বাবা ও ভাইয়ের অবদান অসাধারণ। তাদের মতো মননশীল পুরুষ পেয়েছি বলেই আমি এগোতে পেরেছি।”
এরপর তিনি যোগ করেন, “আমি সব পুরুষকে অনুরোধ করতে চাই, তারা যেন তাদের পরিবারের নারীদের পাশে দাঁড়ান এবং স্বপ্ন পূরণের সাহস জোগান।” প্রসঙ্গত, গত দুই বছর বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন তামান্না। লাস্ট স্টোরিজ ২ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় শুরু হয় তাদের প্রেম। সম্পর্ক নিয়ে লুকোছাপা না করে নানা অনুষ্ঠানে হাত ধরাধরি করে হাজির হতেন তারা। দুই বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর শোনা যায়, তামান্না বিয়ের মাধ্যমে স্থায়ী হতে চেয়েছিলেন, কিন্তু রাজি ছিলেন না বিজয়। যদিও এ বিষয়ে তামান্না এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।