রাজধানীর কুড়িলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনে নামা ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা অবশেষে সড়ক অবরোধ তুলে নিয়েছেন। গার্মেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়ার পরই শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করেন বলে জানা গেছে। সড়ক অবরোধ প্রত্যাহারের পর বুধবার দুপুর পৌনে ৪টার দিকে কুড়িল-এয়ারপোর্ট সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। টানা কয়েক ঘণ্টা স্থবির হয়ে থাকা ওই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে ধীরে ধীরে গাড়ি চলাচল শুরু হলে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা লাঘব হয়।
এর আগে বেলা ১১টার পর থেকে ইউরোজোন ফ্যাশনসের শত শত শ্রমিক কুড়িল এলাকায় অবস্থান নিয়ে সড়কে বসে পড়েন। এতে সড়কের উভয় লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অফিসগামী মানুষ, যাত্রীরা এবং সাধারণ পথচারীরা পড়েন চরম ভোগান্তিতে। বিশেষ করে কুড়িল-মালিবাগ-রামপুরা এবং কুড়িল-এয়ারপোর্ট-উত্তরা রুটের যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকায় যানজট ছড়িয়ে পড়ে বিস্তৃত এলাকায়। অবরোধ চলাকালীন শ্রমিকরা দাবি জানান- অবিলম্বে তাদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শ্রমিকরা নিয়মিত বেতন পাচ্ছেন না, ফলে পরিবার-পরিজন নিয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান গণমাধ্যমকে জানান, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটের সব ধরনের যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা দীর্ঘ সময় সড়কে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন। পরে শ্রমিকদের প্রতিনিধি দল, গার্মেন্ট কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হয়। গার্মেন্ট মালিকপক্ষ বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। এর ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে এবং কয়েক ঘণ্টার ভোগান্তির পর যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।