যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছেন যে বিশ্ব রাজনীতিতে একক আধিপত্য আর চলবে না। চীনের বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। পুতিন বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সবার সমান অধিকার থাকা উচিত এবং সবাইকে সমান অবস্থান বজায় রাখতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করা অত্যাবশ্যক। পুতিনের বক্তব্য অনুযায়ী, ভারত ও চীনের মতো বড় দেশগুলোর নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা ও আইন আছে। এসব দেশের নেতৃত্বকে ‘শাস্তি’ দেওয়ার চেষ্টা করলে তারা রাজনৈতিক সংকটে পড়তে পারে। ইতিহাসের উদাহরণ টেনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপনিবেশিক অতীত স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, একসময় দেশগুলোকে উপনিবেশবাদ ও সার্বভৌমত্ব হ্রাসের মতো কঠিন সময় পার করতে হয়েছিল। এখন উপনিবেশ যুগ শেষ হয়েছে, তাই পশ্চিমা দেশগুলোকে বুঝতে হবে, অংশীদারদের সঙ্গে একই সুরে আর কথাবার্তা চালানো যাবে না।
পুতিনের মন্তব্য এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে। ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়া এ শুল্কের অর্ধেক ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি করায় শাস্তি হিসেবে আরোপিত এবং বাকি অর্ধেক ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে। এদিকে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা চালাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার পুতিন ও চীনের শি জিনপিংয়ের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের বৈঠককে ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন। নাভারোর অভিযোগ, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে যেসব অর্থ দিচ্ছে, তা ইউক্রেন যুদ্ধে পুতিনকে সহায়তা করছে। তিনি বলেন, মোদিকে শি জিনপিং ও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ দেখা দুঃখজনক এবং আশা প্রকাশ করেছেন, মোদি বুঝবেন তার অবস্থান যুক্তরাষ্ট্রের পাশে, রাশিয়ার পাশে নয়।
বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্কের ওপর হঠাৎ এই কঠোর শুল্ক চাপানো বড় ধাক্কা। ভারত অবশ্য রাশিয়া থেকে তেল কেনাকে বৈধ প্রতিরক্ষা হিসেবে ব্যাখ্যা করেছে এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অন্যায্য’ বলেছে। উল্লেখযোগ্য বিষয়, ট্রাম্পের আরোপিত এই ‘দ্বিতীয় শুল্ক’ শুধুমাত্র ভারতের ওপর প্রযোজ্য। চীনও রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা হলেও এতে অন্তর্ভুক্ত হয়নি।